ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

অসচ্ছল ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার দেবে সরকার

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের অবস্থান উন্নয়নের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তাদের এই বাড়ি দেয়া হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় ৩০ হাজার বাড়ি তৈরি করা হবে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২৩ সালের জুনের মধ্যে আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করবে। মন্ত্রণালয় আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পটির প্রস্তাব রাখবে।

ads

Our Facebook Page